মাধবপুরে পানিতে ডুবে শিশু মৃত্যু

 প্রকাশ: ২২ মে ২০২৩, ১০:২৫ অপরাহ্ন   |   সারাদেশ

মাধবপুরে পানিতে ডুবে শিশু মৃত্যু


শেখ জাহান রনি (মাধবপুর, হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে নানার বাড়িতে বেড়াতে এসে ডোবার পানিতে ডুবে মোজাহিদ (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর এলাকার প্রবাসী জাকির হোসেনের সন্তান।

সোমবার (২ মে) দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পরিবারের সূত্রে জানা গেছে, মোজাহিদ ২ দিন আগে তার মায়ের সাথে পাশের গ্রাম দুর্গাপুরে নানার বাড়িতে বেড়াতে যায়। শিশু মুজাহিদ বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশে থাকা ডোবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে হঠাৎ ডোবার পানি শিশু মুজাহিদের ভাসমান লাশ দেখতে পায়।


স্থানীয় ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান মোঃফারুক আহমেদ পারুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।




সারাদেশ এর আরও খবর: